জ্বালানি তেল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শুক্রবার থেকেই ধর্মঘট পালন করেছে পরিবহন মালিক সমিতি। কিলোমিটার প্রতি ন্যূনতম ৫২ পয়সা বৃদ্ধির দাবি জানিয়েছেন পরিবহন মালিক নেতারা। তাদের ধর্মঘটে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে দূরপাল্লার যাত্রীসহ সাত কলেজ অধিভুক্ত ভর্তিচ্ছু এবং ব্যাংকের পরীক্ষার্থীসহ সাধারণ নাগরিকদের। রবিবারের আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দেয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানো না হলে শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে বাস এবং পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।সরকার বুধবার মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বৃহস্পতিবার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন পরিবহন মালিক-শ্রমিকরা। জনভোগান্তির কথা বিবেচনা করে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভাড়া বাড়ানোর জন্য বৃহস্পতিবারই সরকারের কাছে প্রস্তাব দেয় মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। কিন্তু সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক ডাকায় অন্তত তিন দিনের জনভোগান্তি নিশ্চিত হয়ে ওঠে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন , ‘ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রেণর বাইরে চলে যাচ্ছে পরিবহন খাত। এটা দেশের জন্য সুখকর নয়। এই সংগঠনগুলো অনেকটা লেজুড়বৃত্তির সংগঠন হয়ে গেছে। যাত্রী সাধারণের পাশে কেউ নেই। যাত্রীরা অভিভাবকহীন হয়ে পড়ছে জানিয়ে তিনি বলেন,‘ ৫ টাকার ভাড়া তারা ১৫ টাকা দিচ্ছে। করোনার এই সময়ে একলাফে জ্বালানী তেলের দাম বাড়ানোর সিদ্দান্ত যেমন হটকারীযা করা ঠিক হয় নাই। আবার মালিকরাও পরিবহন বন্ধ করে হটকারী সিদ্ধান্ত নিয়েছেন। মালিকরা জনসাধারণকে জিম্মি করেছেন।কিলোমিটার প্রতি ৫২ পয়সা বাড়া বৃদ্ধির কথা জানতে চাইলে তিনি বলেন,‘ মালিকদের ইচ্ছার প্রতিফলন হয় বেশি।’ জ্বালানি তেলের দাম বাড়ায় বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে ভাড়া পুনর্নির্ধারণে চিঠি দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। তাতে সাড়া দিয়ে রোববার ১১টায় বৈঠক করার কথা জানায় সরকারি সংস্থাটি। এর মধ্যেই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে দেশেও ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।