চার ম্যাচের চারটিতে জয় ও রান রেট সবার বেশি হওয়ায় ইংল্যান্ড সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে। লড়াইটা প্রোটিয়া ও অজিদের মধ্যে। আজকের আগে দুই দলেরই চার ম্যাচ তিন জয়ে ছয় পয়েন্ট
রাতের ম্যাচে ইংল্যান্ডকে অনেক ব্যবধানে হারাতেই পারলেই কেবল সাউথ আফ্রিকার সেমিতে ওঠার সম্ভাবনা জাগবে। হেরে গেলে আর রান রেটের হিসেবের প্রয়োজন হবে না। এই গ্রুপ থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াই পৌঁছাবে শেষ চারে।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক কায়রন পোলার্ড।