চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের হারিয়ে খুঁজেছে বাংলাদেশ। বিপর্যয়ের মধ্যে দিয়ে আসর শেষ করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। সুপার টুয়েলভ পর্বে হেরেছে নিজেদের পাঁচ ম্যাচের সব কটিতে। এর মাঝেও একটা সুখবর মিলল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা।
শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে।
আইসিসি জানিয়েছিল, এবারের আসরে সুপার টুয়েলভ পর্বে খেলা ১২টি দলই পরবর্তী বিশ্বকাপে খেলবে। তবে সেরা আটটি দল সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে। বাকি চার দলকে আসতে হবে কোয়ালিফাইং রাউন্ড খেলে।
আইসিসির ক্রাইটেরিয়া ছিল- এবারের ফাইনালে খেলা দুই এবং ১৫ নভেম্বর পর্যন্ত শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল সরাসরি পরেবর্তী আসরের সুপার টুয়েলভে খেলবে।

সেই ক্রাইটেরিয়াতেই বাংলাদেশের র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা নিশ্চিত হয়েছে। সুবাদে প্রথমবারের মতো বাছাই পর্ব এড়াতে পারল বাংলাদেশ।
অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে তারা চলে গেছে ৯ নম্বরে। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের হারে বাংলাদেশের মতো পরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও। এই মুহূর্তে ২৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে তারা।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২২ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।
অন্যদিকে সুপার টুয়েলভের জন্য বাছাই পর্ব খেলতে হবে- শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও নামিবিয়াকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে আসে বাংলাদেশ। এবারের বিশ্বকাপটা বিপর্যয়ের মধ্যে গেলেও সেই সাফল্যটাই মূলত ১৫ নভেম্বর পর্যন্ত সেরা আটে থাকার সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে।







