সিনেমা বা টিভি অনুষ্ঠানে অস্ত্রের ব্যবহার থাকলে সেটে পুলিশ কর্মকর্তা চান হলিউড অভিনেতা আলেক বল্ডউইন। এর মাধ্যমে পিস্তলের নিরাপদ ব্যবহার করা যাবে।
সম্প্রতি ‘রাস্ট’ সিনেমার সেটে অভিনেতার গুলিতে চিত্রগ্রাহক নিহত ও পরিচালক আহত হওয়ায় এ আরজি জানান তিনি। খবরটি দিয়েছে দ্য গার্ডিয়ান।
গত ২১ অক্টোবর নিউ মেক্সিকোর সান্টা ফে কাউন্টির এক র্যাঞ্চে মহড়ার সময় ‘প্রপস গানের’ গুলিতে দুর্ঘটনাক্রমে মারা যায় চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনস।
সোমবার আলেক বলেন, প্রতিটি ফিল্ম/টিভি সেটে নকল বা যে রকম পিস্তল ব্যবহার করা হয়, বিশেষ করে সে অস্ত্রের নিরাপত্তা নিরীক্ষণের জন্য সেটে একজন পুলিশ অফিসার থাকা উচিত। তাকে প্রোডাকশন থেকে নিয়োগ দিতে হবে।
সোমবার টুইটারে এ পোস্ট করেন। তবে অ্যাকাউন্ট প্রাইভেট করা হলেও ইনস্টাগ্রামে বার্তাটি দেখা যাচ্ছে।
বল্ডউইনের হাতে থাকে পিস্তলে আসল গুলি কীভাবে আসলো— সে রহস্যের মীমাংসার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। সেটে অস্ত্র সরবরাহকারীর আইনজীবী হান্নাহ গুটিরেস-রিড জানান, সব নিয়ম মেনেই অস্ত্র নেওয়া হয়েছিল সেটে। কিন্তু অন্য কোনো কারণে শুটিং অনিরাপদ হয়ে ওঠে।
এ ঘটনার পর হলিউড সিনেমায় অস্ত্রের ব্যবহার নিয়ে বিতর্ক উঠেছে। ভবিষ্যতের দুর্ঘটনা এড়াতে নানা ধরনের পরামর্শও এসেছে।
কেউ কেউ বলছেন, মুভি ও টিভি সেট থেকে আসল পিস্তল নিষিদ্ধ করা হোক। এখন থেকে শুটিংয়ে শুধু রাবার গান ব্যবহার করবেন বলে জানালেন অ্যকাশন সিনেমার অভিনেতা ডোয়াইন জনসন।
জানা যায়, আলেক বল্ডউইনের হাতে পিস্তল তুলে দেন ছবির সহকারী পরিচালক ডেভ হলস। ‘কোল্ড গান’ বলে চিকিৎসা করে জানান, অস্ত্রটি নিরাপদ। কিন্তু কেউ জানতো তাতে সত্যিকারের গুলি ছিল।