দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকা ক্যাম্পাসের সাংস্কৃতিক বিভাগ মিল্লাত সাংস্কৃতিক সংসদ (মিসাস) কর্তৃক ইংরেজি নববর্ষ-২০২২ এর ক্যালেন্ডার প্রকাশিত ও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার সময় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পাসের অডিটোরিয়াম কার্যালয়ে বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার অধ্যক্ষ শাইখুল হাদীস ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ছাত্রসংসদের নতুন নববর্ষ ২০২২ এর ক্যালেন্ডার প্রকাশিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং ছাত্রসংসদের এই ধরনের কাজকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। ছাত্রসংসদের এই ধরনের কাজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী দিনেও যেন এর কার্যক্রম অব্যাহত থাকে সেই বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার উপাধ্যক্ষ ড.খলিলুর রহমান মাদানী, আরো উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত ঢাকা ক্যাম্পাসের ছাত্রসংসদের ভিপি আবু জাফর শাহীন, ছাত্রসংসদের জিএস মারুফ বিল্লাহ এবং মিল্লাত সাংস্কৃতিক সংসদের (মিসাস) পরিচালক মোঃ জিহাদ উল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।