এ সময় তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যানে কাজ করছি। যেহেতু বালিগাঁও আমার নিজ ইউনিয়ন তাই এই ইউনিয়ন বাসির সেবা করার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বিগত দিনে ইউনিয়নের গরীব, অসহায়, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে যে ভালোবাসা পেয়েছি তাতে আমি অনুপ্রানিত ও কৃতজ্ঞ। আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। দূর্নীতি ও হয়রানী মুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সিদ্ধান্ত নিয়েছি।
জীবন আরো বলেন,বালিগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন কাজ সঠিক ভাবে করতে পারেনি। তিনি নাগরিক সেবা দিতে ব্যর্থ। একাধিক বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে একাধিকবার শোকজ করেছে। তিনি অনেক গুলো উন্নয়ন কাজে অংশ না নেওয়ায় এলজিএসপির অনেক গুলো ফান্ড ফেরত চলে যায়। এ অবস্থায় এলাকায় একজন যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। আমি যেহেতু সাংবাদিকতা পেশায় রয়েছি সেহেতু সাংবাদিকদের কাছে আমার নির্বাচনী বিষয়ে দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রত্যাশা করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি ফেনী সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন। বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক
মামুনুর রশিদ মামুন, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ প্রতিনিধি আবু তাহের ভুঞা, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, মাছরাঙা টিভি প্রতিনিধি জমির উদ্দিন বেগ, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক স্টার লাইন এর সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,
দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা,দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, সময় টিভির জেলা প্রতিনিধি আতিয়ার সজল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লা আল মামুন, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খাঁন, সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথার সম্পাদক ডাঃ নজির আহম্মদ, দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার।
দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী, ফেনীর ডাকের নির্বাহী সম্পাদক সৈয়দ মনির আহম্মদ, এশিয়ান টিভি প্রতিনিধি কাজী হাবিব সুমন, দৈনিক প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি সাহাদাত হোসেন,দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সাংবাদিক সোলেমান হাজারী ডালিম, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, সাপ্তাহিক নীহারিকার নির্বাহী সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আমজাদুর রহমান রুবেল, হাসান মাহমুদ,এম এমরান পাটোয়ারী, ব্যবসায়ী মহি উদ্দিন খোন্দকার, তানভির ইসলাম, নাছির উদ্দিন, আবুল হোসেন দুলাল প্রমুখ। মতবিনিময় সভায় ফেনীতে কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।