সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আগামী ১৫ জানুয়ারি ফেনীতে জেলা বিএনপি’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে, এ লক্ষে ৮ জানুয়ারি ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি’র প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,সমাবেশের প্রধান সমন্বয়ক জনাব মাহবুবুর রহমান শামীম।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এই সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক,গাজী হাবিবউল্যাহ মানিক,এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারি,ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ ফেনী জেলাধীন সকল উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত প্রস্তুতি সভায় মাহবুবুর রহমান শামিম জানান, ফেনীতে ১৫ জানুয়ারি জনগণের অংশ গ্রহনের মধ্য দিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং ১৫ জানুয়ারি ফেনীর মহা-সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন আন্দোলন শুরু হবে।১৫ জানুয়ারি যে কোন মূল্যে মহা সমাবেশ সফল করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।