ফেনীর সোনাগাজীতে নিজ সন্তানের হাতে বটি দিয়ে জবাই করে খুন করা হয়েছে আমেনা বেগম (৫০) নামের এক হতভাগা মাকে। রবিবার দুপুর ১ টার দিকে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায় ছেলে নূর করিম রাসেল (২৮) কে আটক করেছে। নিহত আমেনা বেগম ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রিপন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাসেল একজন মানসিক প্রতিবন্ধি ও মাদকাসক্ত। তবে বেশ কিছুদিন সে কিছুটা সুস্থ ছিলো। সকালে সে তার মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে। এতে তার মায়ের মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম দৈনিক প্রথম সময়কে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে রাসেল কে আটক করা হয়েছে। জবাইয়ের ঘটনায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে। এই সময় ওসি আরো জানান, আটককৃত রাসেল মানসিক প্রতিবন্ধি বলে স্বজনরা জানিয়েছে।