ফেনীর ছাগলনাইয়ায় শুভপুর ইউনিয়নের নতুন দারোগা বাজার রাস্তার মাথায় স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও ওলামায়ে কেরামগণের উদ্যোগে ঐতিহাসিক ১২ তম তাফসীরুল কুরআন মাহ্ফীল হয়েছে। ০৯ জানুয়ারী ২২খ্রি.রবিবার ইউনিয়নের দারোগা বাজার রাস্তার মাথায় উক্ত মাহ্ফিল অনুষ্ঠিত হয়।বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী কেফায়েত উল্যাহ এর সভাপতিত্বে প্রধান বক্তার বয়ান করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা ড.বি.এম.মফিজুর রহমান আল আজহারী। অন্যান্যের মাঝে বয়ান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.মুফ্তি ইমাম হোছাইন। নবনির্বাচিত ইউপি সদস্য মোকছেদ আহমেদ মুন্না এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বয়ান করেন দারোগাহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা আমির হোছাইনসহ আরো বহু ওলামায়েকেরাম মাহ্ফিলে বয়ান করেন। বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমরা মাহফিলে অংশ নেয়।