ফেনীর ছাগলনাইয়া উপজেলার ০৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব এর বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।০৯ জানুয়ারী ২২ খ্রি. রবিবার দুপুরে ইউপি কার্যালয়ে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দীন মজুমদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০১ নং ইউপি সদস্য হোসেন আহাম্মেদ বাচ্চু,০২ নং ইউপি সদস্য দেলোয়ার হোসেন,০৪ নং ইউপি সদস্য সিরাজ উদদৌলা পাটোয়ারী,০৭ নং ইউপি সদস্য নুর ইসলাম ও ০৯ নং ইউপি সদস্য আবুল হোসেন।এসময় বিদায়ী চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব সাংবাদিকদের কাছে তাঁর দায়িত্ব থাকা কালীন বিভিন্ন সময়ের ঘাত- প্রতিঘাতমূলক স্মৃতি চারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।এসময় তিনি ইউনিয়নের সকল জনগণের কাছে ভুলত্রুটির জন্য ক্ষমা চান ও দোয়া কামনা করেন। শেষে সকল ইউপি সদস্য বিদায়ী চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়ে বিদায় জানান।এসময় ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।