ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে, নিহত দুজনের চট্টগ্রামের বাসিন্দা। একজনের নাম তুষার (৪০) আরেক জনের নাম বিপ্লব (৪২) নিহত দুজনের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত দুজনকে সাজ্জাদ ও প্রণবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান।