নারায়ণগঞ্জের বন্দর বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (পুরুষ কেন্দ্র) ২ নম্বর ভোটকক্ষে নৌকার এজেন্ট নেই।
ওই কক্ষে নৌকার কোনো এজেন্ট আসেননি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মোস্তফা। রবিবার সকাল ৮টা থেকে সিটির ১৯২টি কেন্দ্রে ভোট চলছে ইভিএমে, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে বলে জানালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট আছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি।’ তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহলের ফলে কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এ ছাড়া ফিঙ্গার প্রিন্ট নিয়ে জটিলতায় পড়েছেন অনেক ভোটার।