স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ :
সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেট মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ নেয়।
করোনার সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর গত শুক্রবার দুই সপ্তাহের জন্য সব ধরনের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একই পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ওইদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
মানববন্ধনে কয়েক দফা দাবি তুলে ধরে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন আবুজর গিফারী কলেজের শিক্ষার্থী সুজন মিয়া, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী সূচি, তেঁজগাও কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো হঠাৎ করেই করোনার দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এসব মানি না। যে করেই হোক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। যেখানে বাণিজ্যমেলা চলছে, শপিংমলে যেখানে ভিড় স্বাভাবিক সেখানে আমাদের পরীক্ষাগুলো কীভাবে বন্ধ হবে!
শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সূচি জানান, আমরা ২০২০ সালে পরীক্ষার্থী ছিলাম। তবে সেটা আজ ২০২১ সাল পেরিয়ে ২০২২ সাল তবুও আমাদের একই দশা। আমরা চোখেমুখে অন্ধকার করছি, অনিশ্চিত ভবিষ্যৎ দেখছি! ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্থগিত পরীক্ষা হলে আমাদেরও হতে হবে। আমরা কী দোষ করলাম?
পরে মানববন্ধন থেকে স্লোগান দিয়ে শিক্ষার্থীরা তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন। ২৪ ঘণ্টার ভিতর রুটিন প্রকাশ না করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘেরাও করাসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।