বগুড়া শেরপুর থানা ওয়ার্কশপ মালিক সমিতির সঞ্চয়ের টাকা সদস্যদের মাঝে ফেরত দেওয়া উপলক্ষে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে পৌরসভার খেজুরতলা এলাকায় নছিরুন নেছা সরঃ প্রাথঃ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক নুরুন্নবী ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শাহ জামাল সিরাজী, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম হোসেন, সাবেক সভাপতি অত্র বিদ্যালয়। সভায় সভাপতিত্ব করেন, মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক বাসষ্ট্যান্ড ব্যাবসায়ী সমিতি।
সংগঠনের সভাপতি আব্দুল আলিম আকন্দ তার গঠনমূলক বক্তব্যের মধ্য দিয়ে সমিতির সঞ্চয় এবং কল্যাণ চাঁদার সুনিপূণ হিসাব উপস্থাপন করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে বলেন, আমরা যারা বর্তমান কমিটিতে বিভিন্ন পদে আছি, তাদের নিজস্ব অর্থায়নে ৮০ হাজার টাকার বিভিন্ন রকমের অফিসিয়াল ফার্নিচার সংগঠনে উপহার দিয়েছি, উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা জেনে খুশী হবেন যে, সমিতির গত তিন বছরে সমিতির তহবিল থেকে একটি টাকাও চা খরচা বাবদ কর্তন হয়নি।
এসময় আরও বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান ফিজ্জুল,আসলাম শেখ সহ সভাপতি,
নাজমুল হোসাইন, আব্দুল হান্নান সহ সাধারণ সম্পাদক, রিয়াজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, হাসমত আলী অর্থ সম্পাদক, আব্দুর রাজ্জাক প্রচার সম্পাদক, আলহাজ্ব মোকাল্লেম হোসেন ধর্ম সম্পাদক, শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক, বাবলু মিয়া ক্রিড়া সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বি, সোলাইমান শেখ, শাহীন আলম, হাসান আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্য বৃন্দ। শেষে ২০৭ জন সদস্যদের প্রাপ্য টাকার চেক প্রদান করা হয় ।