এফডিসির এমডির পদত্যাগের দাবিতে চলচ্চিত্রের ১৭ সংগঠনের আন্দোলন অব্যাহত
বিশেষ প্রতিনিধি
প্রকাশ :
রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগের দাবিতে চলচ্চিত্রের ১৭ সংগঠনের আন্দোলন অব্যাহত রয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান করে সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে।
কিন্তু আন্দোলন শুরুর আগেই আজ এফডিসিতে প্রবেশ করেছেন এমডি৷ এ নিয়ে ১৭ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা চলছে।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলচ্চিত্রের সংগঠনগুলোর পক্ষে লাগাতার কর্মবিরতির ডাক দেন পরিচালক সমিতির সভাপতি। গতকাল ২৯ জানুয়ারি এ তথ্য জানান তিনি৷
এ সময় তিনি বলেন, ৩০ জানুয়ারি থেকে এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে দেওয়া হবে না এমডি নুজহাত ইয়াসমিনকে৷ তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন।
এফডিসির এমডির অপসারণসহ আরও দুই দফা দাবিতে চলছে ১৭ সংগঠনের আন্দোলন। সেগুলো হলো- শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা এবং শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে হবে না।