শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের চিঠির আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে এ সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।
এতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে বুধবার এক ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণের হার এখন ৩০ ভাগের কাছাকাছি। এ পরিস্থিতি বিবেচনা শিক্ষা প্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি বাড়ানো হবে।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়েছে।