ফেনীর ছাগলনাইয়ায় শুভ ইউনিয়নে পূর্বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় দুই বালু ব্যবসায়ী আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতরা হল ইউনিয়নের জয়পুর গ্রামের আবুল কাশেম এর ছেলে আমজাদ হোসেন ডলপিন(৩৬) এবং একই গ্রামের আলমগীর হোসেন এর ছেলে মোঃ ইকবাল হোসেন রিংকু (৪৩)। উক্ত ঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে রাতে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।বাদী ও অভিযোগের বিবরন সূত্রে জানা যায় হামলার শিকার দুইজন পেশায় বালু ব্যবসায়ী এবং শুভপুর বালু ঘাট হতে বালু উত্তোলনের বিষয় নিয়ে বিবাদী ফখরুল ইসলাম (৩৭),মোঃ বাদশা(২৯) ও অমিধন সুমন (৩৭) এর সাথে পূর্বে থেকে বিরোধ চলে আসছে।সর্বশেষ গতকাল ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ০৭ টার দিকে আমজাদ হোসেন ডলফিন ও মোঃ ইকবাল হোসেন রিংকু নিজ বালু ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে নিজ মোটর সাইকেল যোগে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে দেখা করার জন্য তার বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে গোরাঙ্গের দোকানের সামনে পৌঁছামাত্র ওৎপেতে থাকা বিবাদীসহ আরো ৪/৫ জন অজ্ঞাত সন্ত্রাসী তাদের মটর সাইকেলের গতিরোধ করে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা,লোহার রড,দা,ছুরি,চেনি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে পায়ে,বুকে,পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্নকভাবে জখম করে।এসময় সন্ত্রাসীরা রিংকুর কাছে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার টাকা এবং ডলপিনের কাছে থাকা নগদ চৌষট্টি হাজার টাকা নিয়ে যায়।জানা যায় বিবাদীদের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন অপরাধে থানায় একাধীক মামলা রয়েছে ।স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান ঘটনার পূর্বে বিবাদীদের ঝামেলায় না জড়ানোর জন্য অনেকবার নিষেধ করলেও তারা আমার কথা শুনেনি।স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু বলেন আমি বাদী বিবাদির কাছ থেকে কোন অভিযোগ পাইনি তবে থানা থেকে পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ হোসেন জানান উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি বাদী পক্ষের সাথে কথা হয়েছে।বিবাদীদের সাথে এখনো কথা হয়নি তাদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।