নেত্রকোণার হাওর অধ্যুষিত খালিয়াজুরী উপজেলার সবচেয়ে বড় লেপসিয়া বাজার এবং হাওরাঞ্চলের কৃষকদের সুবিধা বিবেচনা করে পিয়াইন নদী খনন কাজ গতবছর শেষ করা হলেও পুনরায় ভরাট হয়ে চলতি শুকনো মৌসুমে তা আবার ধু ধু বালিময় মাঠে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবী নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের যথাযথ প্রক্রিয়ায় খনন না করায় একবছরেই ভরাট হয়ে গেছে নদীটির বড় একটি অংশ। “নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, হাওর এলাকা বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে পিয়াইন নদীর ৪.৯২ কিলোমিটার ও ২৪ কিলোমিটার খাল খনন এবং ৯.৭৫ কিলোমিটার বাঁধ নির্মানের কাজ শুরু করা হয় যা ২০২০-২১ অর্থবছরে সম্পন্ন করা হয়।চ্ কিন্তু ধনু নদী থেকে উৎপত্তি হওয়া পিয়াইন নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে নদীপথ নির্ভর লেপসিয়া বাজার ঘেষা প্রায় ১ কিলোমিটার জায়গা দেখে বুঝার উপায় নেই আদৌ তা খনন হয়েছিল কি না। কোথাও মরুভুমির মত ধু ধু বালুময় মাঠ আবার কোথাও নাম মাত্র ধারা প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের দাবী নামমাত্র খনন কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। শুকনো নদীতে বিভিন্ন জায়গা থেকে বাজারে নৌকা ঢুকতে না পারায় বাজারে আসছে না পণ্য সামগ্রী বা দুর-দুরান্তের ব্যবসায়ীরা। তাই ধ্বস নেমেছে ব্যবসায়। এদিকে নদীটি খননের একবছরেই ভরাট হয়ে যাওয়ায় এবার বুরো মৌসুমে হাওরাঞ্চলের অনেক জমি থেকে পানি নামতে দেরী হওয়ায় মারাত্মক ব্যত্ময় ঘটেছে কৃষি কার্যক্রমে।