বগুড়া শেরপুরে নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন সরকারের উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার কার্যলয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন ইরাফি গার্ডেন সিটি মার্কেটের ব্যাবস্থাপনা পরিচালক, আবু ইসতিয়াক নাসের জিমি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন সরকার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তাই আপনাদের সহযোগিতা নিয়ে মাদক,সন্ত্রাস,ধর্ষণ, চাঁদাবাজিসহ সকল ধরণের অপরাধ মুক্ত একটি সুন্দর শেরপুর গড়ে তুলতে চাই। আপনারা সাংবাদিক, আপনাদের যেকোনো তথ্য জানার প্রয়োজন হলে আপনারা আসবেন, সংবাদ সম্পাদন করতে অবশ্যই আপনাদের তথ্যদিয়ে সহযোগিতা করা হবে।
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি তাজুল ইসলাম, সহ- সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক রবিন সরকার, যুগ্ম সম্পাদক সোলায়মান আলী বাবু, অর্থ বিষয়ক সম্পাদক সনাতন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিলন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার বিভিন্ন পদ-মর্যাদার সাংবাদিকসহ সকল সদস্য বৃন্দ।