বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সহঃ শিক্ষা অফিসার (এটিও) আল আমিনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিতে লিখিত অভিযোগ করেছেন শামীমা হক নামের এক গৃহবধূ।
গত (২১ ফেব্রুয়ারি ) বগুড়া সদর থানায় এই অভিযোগ করা হয়েছে,
যার নং ১৪০৭।
অভিযোগ সুত্রে জানাগেছে, জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে সহকারী শিক্ষা অফিসার আল-আমিন এবং
গৃহবধূ শামীমা হকের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে সহকারী শিক্ষা অফিসার আল-আমিন গত বছরের ১লা মে ওই গৃহবধূকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গৃহবধূ শামীমা হক এর প্রতিবাদ করলে সহকারী শিক্ষা অফিসার আল-আমিন তাকে প্রাণনাশের হুমকি দেন। এই হুমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে এবং পারিবারিকভাবে মীমাংসার অপেক্ষায় থেকে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করেছেন তিনি ।
এ ব্যাপারে জানার জন্য সহকারী শিক্ষা অফিসার আল-আমিনের ব্যাবহিত মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্ব্বক আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।