সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্বাচনী আসন ফেনী-১-এর সমন্বয়কারী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ ১০ মার্চ বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া পৌর শহরে এ কর্মসূচি পালন করেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব মো. আলমগীর, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইউছুপ মজুমদার, সদস্যসচিব আবদুল লতিফ, যুগ্ম-আহ্বায়ক মনির আহাম্মদ খোকন ও আবুল খায়ের বাবুল মজুমদার। এতে আরও অংশ নেন উপজেলা যুবদল আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আবদুল মোমিন, পৌর যুবদল যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব রাজিব, উপজেলা ছাত্রদল আহ্বায়ক নাদিম উদ্দিন, সদস্যসচিব ইব্রাহিম মিয়াজী নয়ন, পৌর ছাত্রদল আহ্বায়ক ইব্রাহিম খলিল বাবলু, সদস্যসচিব গাজী ইকবাল, উপজেলা ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন ও আবদুল হাকিম দিদার প্রমুখ।
গত ৬ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার করে পুলিশ।
মজনুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে, দমন-পীড়ন চালিয়ে মজনুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের চরম হয়রানি করছে সরকার। মজনুসহ সব নেতা-কর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’