ফেনীর ছাগলনাইয়ায় ১৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
সংবর্ধিত শিক্ষার্থীরা সবাই সরকারি প্রাথমিক বিদ্যালায়ের শিক্ষকদের সন্তান। তারা ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করে। আজ বুধবার উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, সোনালি ব্যাংকের ব্যবস্থাপক পলাশ চন্দ্র সূত্রধর, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মোকছুদ আহমদ পাটোয়ারী, শিক্ষক প্রতিনিধি মানিক চন্দ্র শীল।
প্রধান শিক্ষক মমতাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর অভিভাবক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এবং সহকারী শিক্ষক রোকসানা আক্তার বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।