ফেনী ফুলগাজী উপজেলার ৫নং আমজাদ হাট ইউনিয়নে ১৮ই মার্চ রোজঃ শুক্রবার বিকাল ৩টায় আমজাদ হাট ইউনিয়ন পরিষদের হলরুমে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “আমজাদহাট উন্নয়ন ফোরাম” কর্তৃক অবসর কালীন শিক্ষক সম্মাননা ও জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নারী উদ্যোগতাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অবসর কালীন শিক্ষকদের মধ্যে ধর্মপুর এডুকেশনাল এষ্টেটের সাবেক প্রধান শিক্ষক ফজলুল করিম বিএসসি,সহকারী প্রধান শিক্ষক জগন্নাথ মল্লিক,সিনিয়র সহকারী শিক্ষক জুলফিকার হায়দার, সামছুল হুদা মজুমদার,সিনিয়র সহকারী শিক্ষক লকিয়ত উল্লাহ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক আবদুল মন্নান, সিনিয়র শিক্ষক মাওলানা মাশাহাদ উল্যাহ,সিনিয়র শিক্ষক সামছুন নাহার,এছাড়া জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার হাওলাদার, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের সাবেক প্রধান শিক্ষক মফিজুল হক কানু ও ফেনাপুষ্কুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ।
এছাড়া আমজাদহাট ইউনিয়নের জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়,ধর্মপুর এডুকেশনাল এষ্টেটের ১জন, রৌশনাবাদ একাডেমির ৩জন,বসন্ত পুর উচ্চ বিদ্যালয়ের ৪জন,খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২জনসহ মোট ১০জন শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও প্রীতি উপহার হিসেবে ছাতা দিয়ে সংবর্ধিত করা হয়। এবং অত্র ইউনিয়নের নারী উদ্যোগতাদের স্বাবলম্বী করণের অংশ হিসেবে খাজুরিয়ার পারভিন আক্তার নামে এক নারী উদ্যোগতাকে সচ্ছলতার জন্য সেলাই মেশিন উপহার প্রদান করা হয়।
আমজাদ হাট উন্নয়ন ফোরাম এর সভাপতি জাকির হোসেন মজুমদার ও নিজাম পাটোয়ারীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে প্রধান অতিথিকে অনুষ্ঠানের উদ্বোধক আমজাদ হাট উন্নয়ন ফোরাম লোগো শম্ভলিত জার্সি পরিহিতের মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্ভোদন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাফর আহম্মদ খাঁন।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদানের মাধ্যমে ইউনিয়ন শিক্ষিত ও যুবসমাজের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার, ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার জয়নাল আবেদীন, বাবু অশোক কুমার হাওলাদার, বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম মজুমদার, মাস্টার খায়ের আহম্মদসহ অনেকেই ।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেন মজুমদার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে শাখাওয়াত হোসেন মজুমদার দিদার,আলোর প্রদীপ ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য প্রদান করেন সভাপতি মোঃ আলমগীর হোসেন,বন্ধু সংগঠনের পক্ষে সংগঠনের সভাপতি খায়ের আহম্মদ ভূঁইয়া, প্রাণের ধর্মপুর মানব কল্যাণ ব্যুরোর সাধারণ সম্পাদক আবদুল মতিন শিপন,মিডিয়া কর্মী আকাশ, সমাজকর্মী আবদুল্লাহ ও শিশু শিক্ষার্থী আবু সাঈদ।
সকল বক্তা বক্তব্যে উক্ত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।