পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর চৌধুরী বাড়ীতে এলাকাবাসী ও স্থানিয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন মাষ্টার এয়ার এর ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল মোস্তফা চৌধুরী। জেলা যুবলীগের সহসভাপতি, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব চৌধুরী’র সঞ্চালনায় সংলক্ষিত আলোচনা অনুষ্ঠিত হয় এতে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগন সিরাজুল মোস্তফা চৌধুরী কে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় সিরাজুল মোস্তফা চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দীন আহমেদ চৌধুরী পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।