বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দিতে উঠান বৈঠক করে যাচ্ছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
আর এই ব্যতিক্রমী উঠান বৈঠকে মানুষের ঢল নেমেছে। এমনই চিত্র দেখা গেছে গতকাল মঙ্গলবার সকালে ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের সত্যনগর গ্রামে সকাল থেকে
বিভিন্ন এলাকা থেকে বৈঠকে ছুটে আসে নারী-পুরুষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা একটু জানতে বা শুনতে অধির আগ্রহে বসে থাকতে দেখা যায়। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তার মনের কথা, বিভিন্ন চাওয়া তুলে ধরেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
সভাপতিত্ব করেন মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরীর ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা জাসদের সহ সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুল করিম চৌধুরী সবুজ মেম্বার, জাসদের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূইয়া, ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন সাইফুল সহ স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।