স্বাধীনতার স্মৃতি বিজড়িত ফেনী ছাগলনাইয়ার শুভপুর ব্রীজ। অবৈধ বালু উত্তোলন ও মেলামতের অভাবে ঝরাঝীর্ণ হয়ে পড়েছে ইতিহাসের স্বাক্ষী এই ব্রীজটি।
স্থানীয়রা জানান, ১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ব্রীজের উপরে একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এই দূর্ঘনাটি ঘটেছে।
এ সময় পিকআপটি ব্রীজের উপর থেকে ৫৫ ফুট নিচে ফেনী নদীতে পড়ে যায়। এ সময় পিকআপটি ভেঙে মুছড়ে যায়। তবে গাড়ী চালক লাফ দেওয়ায় প্রাণে রক্ষা পেলেও মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা এক পথচারী জানান, পিকআপটি আনলোড হওয়ার তেমন ক্ষতিগ্রস্ত হয় নি। ব্রীজের পাশের রিলিংগুলো চুরি হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে গাড়ি ও পথচারীরা পারাপার করে।
ব্রীজটি ঝরিঝীর্ণ হওয়ার কারণে দু’পাশে বড় গাড়ি গুলো পারাপার করতে পারে না। দ্রুত সময়ে ব্রীজটি পৃর্ণনিমার্ণ করা হলে উপকৃত হবে ছাগলনাইয়া ও মীরশ্বরাই উপজেলার জনগণ।