পঞ্চম শ্রেণীর মাদরাসা ছাত্রী শালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে পালিয়ে থাকা হত্যা মামলার আসামি মো: শিপনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার পূর্ব ছাগলনাইয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় উত্তর যশপুর ইসলামিয়া দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী মনোয়ারা বেগম জেসমিন (১৫)। আপন দুলাভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়ে ছাত্রীটি গর্ভবর্তী হয়েছিল। পরবর্তিতে শিপন জেসমিনের গর্ভপাত ঘটাতে বিভিন্ন প্রকারের ওষুধ সেবন করালে এক পর্যায়ে অসুস্থ হয়ে গত ২৫ মার্চ তার মৃত্যু হয়।
এ ঘটনায় ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী মৃত্যু ঘটানোর অভিযোগে মেয়ের বাবা মোহাম্মদ হোসেন বাদি হয়ে বড় মেয়ের জামাতা শিপনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পালিয়ে থাকা শিপন বাড়িতে আসার খবর পেয়ে গত সোমবার বিকেলে ছাগলনাইয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।