ফুলগাজীতে গাঁজা ও ভারতীয় তৈরি মদের বোতলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে উপজেলার আনন্দ পুর ইউনিয়নের পেঁচিবাড়িয়া গুচ্ছ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা ও ছয় বোতল ভারতীয় তৈরি হুইস্কির বোতল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম রিপু বেগম (৪২)। সে পেঁচিবাড়িয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে রিপু বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পেঁচিবাড়িয়া গুচ্ছ গ্রাম এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পুলিশ রিপু বেগমকে গ্রেপ্তার করে। এসময় তাঁর দেয়া তথ্যমতে পুলিশ তাঁর বসত ঘর থেকে ২ কেজি গাঁজা ও ৬ বোতল ভারতীয় তৈরি হুইস্কি উদ্ধার করে।।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।