বগুড়ার শেরপুর উত্তর বাহিনী মহাশ্মশান কমিটির আয়োজনে বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ মার্চ) শ্মশান প্রাঙ্গণে দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন মহাশ্মশান কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
গীতা এবং চন্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা ঘটে। পরে দিনব্যাপী কির্তন পরিবেশন করেন, সুনামধন্য কির্তনীয়া সচিন চক্রবর্তী বিএসসি। এ উপলক্ষ্যে শেরপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটে। বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের এমন উপস্থিতি ছিল নজরকাড়া।
শ্মশান কমিটির পক্ষ থেকে ভক্তদের সেবা নিশ্চিত করতে দুপুরে অন্ন এবং পরে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।
বৈরী আবহওয়াতেও
শ্মশান কমিটির স্বেচ্ছাসেবক দলের অক্লান্ত পরিশ্রমে কোনো ভক্ত প্রসাদ পাওয়া থেকে বঞ্চিত হননি।
উল্লেখ্য শেরপুর উত্তর বাহিনী মহাশ্মশান কমিটি প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় শুক্রবার এই সনাতন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকন।