এখনও সুনির্দিষ্ট হওয়া যায়নি এবারের ঈদ-উল ফিতরের তারিখ নিয়ে। ঈদ সোমবার নাকি মঙ্গলবার সেটি এখনও নির্ধারিত হয়নি। শাওয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে সেটি।
এদিকে, ২ তারিখ অর্থাৎ সোমবার ঈদ-উল ফিতর ধরে ছুটি এবং ঈদযাত্রার টিকিট দেয়া হয়েছে। কিন্তু ঈদ ৩ তারিখ অর্থাৎ মঙ্গলবারও অনুষ্ঠিত হতে পারে।
চাঁদ দেখতে রোববার সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদ-উল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৮১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬৩, ০২-৪১০৫০৮১৯৭ নম্বরে টেলিফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে হবে।
ঈদ-উল ফিতরে তিন দিন সরকারি ছুটি থাকে। সরকার এবার ২, ৩ ও ৪ এপ্রিল ছুটি ঘোষণা করেছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবারও ২ এপ্রিল থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে।