ফেনী ছাগলনাইয়া উপজেলার দক্ষিন সতের গ্রামের বাসিন্দা আরেফিন আজাদ চৌধুরী বাদলের বিরুদ্ধে ২৪লক্ষ টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারই আপন ছোট ভাই সাবেক পৌর কমিশনার সমর চেধূরী। মঙ্গলবার(৪ আগষ্ট) সন্ধ্যায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সমর চৌধূরী এসব কথা তুলে ধরেন।

এসময় লিখিত অভিযোগে তিনি জানান, টাকার প্রয়োজন হওয়ায় ২০১৭সালে বড়ভাইর কাছে টাকা ধার চাই। পরে টাকা দিবে বলে পৈত্রিক সম্পত্তি থেকে ২০লাখ টাকা দাম ধরে ২৪শতক জমি রেজি: মুলে লিখে নেয় বাদল চৌধূরী। এক পর্যায় সে সময় নগদ ৮লাখ টাকা বাদল চৌধূরী দিলেও বাকী ১২লাখ টাকা দিবে দিচ্ছি বলে হয়রানি সহ ছল ছাতুরী করে সময় ক্ষেপন করেন। পরবর্তীতে সেই ১২লাখ টাকা থেকে বাদল চৌধুরীর খরিদীয় সম্পত্তিতে গরু ও মাছের খামার করে ব্যবসার মাধ্যমে সেখান থেকে ২৫% শেয়ার দিবে বলে মৌখিক অঙ্গিকার করে। কিন্তু সেখানে লাভ দূরে থাক আসল টাকা আজও পরিশোধ করেন নি।
পাশাপাশি একই বছরে নিজ পৈত্রিক দালান ঘরের দোতালা করে সেখানে বসবাসের জন্য ছোটভাই সমর চৌধুর কে অনুরোধ করেন বাদল চৌধূরী এবং যে টাকা খরচ হবে সে টাকা দ্রুত পরিশোধ করবে বলে অঙ্গিকার করেন। এক পর্যায় বড় ভাইর কথা অনুযায়ী নিজ আর্থিক খরচে দোতালা ভবন নির্মাণ শেষ করা হয়। সেখানে মৌখিক চুক্তি অনুযায়ী নির্মাণ খরচ বাবদ ১৯ লাখ টাকা খরচ হলেও ঘরের কাজ সম্পূর্ণ শেষে নগদ ৭লাখ টাকা ব্যাংকের মাধ্যমে পারশোধ করে বাদল চৌধূরী। কিন্ত বাকী ১২লাখ টাকা দিবে দিচ্ছি বলে সেখানেও হয়রানি সহ সময় ক্ষেপন করে। এ নিয়ে পারিবারিক ভাবে একাধিকবার বৈঠকের মাধ্যমে সমাঝোতার চেষ্টা করলেও বাদল চৌধূরী কোন কর্ণপাত করেন নি।
লিখিত অভিযোগে সমর চৌধুরী আরো জানান, তার ভাই বাদল চৌধুরী একজন চোরা কারবারী। সে অবৈধ কাজের মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে গেছেন এবংকি নারায়নগঞ্জ জেলার পানগাও বন্দর দিয়ে অবৈধ মালামাল এনে দেশের বিভিন্ন স্থানে সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ কওে থাকে। তার এধনের বহু অনৈতিক কাজ ও অবৈধ ব্যবসার বিশাল সিন্ডিকেট রয়েছে। আমাকে দিয়েও এ অনৈতিক ও অবৈধ ব্যবসা করাতে চেয়েছিলো। কিন্তু আমি একজন সৎ সাবেক নির্বাচিত কাউন্সিলর হওয়ায় তার এ অনৈতিক প্রস্তাব নকোচ করে দিয়েছি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ভূমির অবশিষ্ট টাকা ও দোতালা ঘর নির্মানের অবশিষ্ট টাকা সর্ব সাকুল্যে ২৪লাখ টাকা না দেয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে। আমার আত্মীয় স্বজন ও অন্যান্য ভাই বোনেরা বারবার বুঝালেও সে টাকা দিতে অস্বীকার করেন এবং ভাই বোনদের সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে।
উল্লেখ্য ৪আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় ছাগলনাইয়াতে মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট ষড়যন্ত্রমুলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে সমর চৌধূরী লিখিত এ প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন। এ বিষয়ে প্রতিকার পেতে আইনগত ব্যবস্থা নেওয়ার পস্তুতি চলছে বলে জানান তিনি।