পরশুরাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে ” পরশুরাম হোসনে আরা বেগম চৌধুরী ডায়াবেটিক এন্ড জেনারল হাসপাতালে রোগীর সেবামূলক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে কর্তৃপক্ষ।১৪ মে রাতে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মীর আহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরী,আব্দুল খালেক কন্ট্রাক্টর,যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ হাসেম,মহিউদ্দীন আহম্মেদ,কোষাধক্ষ্য মোঃ ছাইদ উল্ল্যা মজুমদার হুমায়ুন,সদস্য নিলুফা করিম,খোরশেদ আলম হেলাল,শহিদুল্লাহ মজুমদার,ওয়াছিমমুছ শাহাদাৎ নওশাদ,নুর আহম্মদ মজুমদার তারু, জসিম উদ্দীন,আবুল কালাম আজাদ,নেহাল মাহমুদ,শ্রী বাবুল চন্দ্র সাহা,আব্দুল মুনাফ চৌধুরী,আবুল কালাম ও আবদুর রউফ মজুমদার। এসময় হাসপাতালের সাধারণ সম্পাদক মীর আহাম্মদ চৌধুরী ডায়াবেটিক সমিতিকে আরো এগিয়ে নিতে এবং রুগীর যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।সভাপতি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন প্রতিষ্ঠানটির উন্নয়নের লক্ষে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।তিনি আরো বলেন এখন থেকে এই অঞ্চলের কোন রুগী বহু অর্থ ব্যয় করে পরীক্ষার জন্য ফেনী,চট্টগ্রাম বা ঢাকা যেতে হবেনা।এখানেই অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে উন্নতমানের সেবা স্বল্প মূল্যে গ্রহন করতে পারবে।