১৩ কিলোমিটার সড়কে অসংখ্য খানা-খন্দক। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি। পরশুরামের জনগুরুত্বপূর্ণ সুবার বাজার-মন্তলা সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন মির্জানগর ও চিথলিয়া ইউনিয়নের ৫০ গ্রামের ৪০ হাজার মানুষ। জনবহুল সুবার বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তির শেষ নেই। সড়কটি সংস্কারে পদক্ষেপ নিতে ভুলে গেছেন জনপ্রতিনিধিরা ।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে,উপজেলার ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম পরশুরাম-সুবার বাজার-মন্তলা সড়ক।
সড়কটির সুবার বাজার,তুলাতলী,ঘাটঘর,পুর্বসাহেবনগর কবরস্থান,কালিকৃষ্ন নগর,চন্দনা,পশ্চিম সাহেবনগর, মন্তলাসহ অন্তত ৫০টি স্থানে ইট,সুড়কি বিটুমিন উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়কটির কোথাও কার্পেটিং উঠে গেছে। আবার কোথাও সড়কটিতে ইট-সুড়কি-কার্পেটিং কিছুই নেই। অপরদিকে কার্পেটিং থাকলেও সড়কের পাশ ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দকের; যা বৃষ্টির পর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃষ্টির পানি জমে কর্দমাক্ত সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কটির এমন বেহাল দশা হলেও গত ৮ বছরে একবারও সংস্কার করা হয়নি।
চন্দনা গ্রামের নুর হোসেন জানান, সড়কটিতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কটি সংস্কার না করায় মোটরসাইকেল চালক,সিএনজি অটোরক্সিা দূর্ঘটনার শিকার হচ্ছে।
চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন মানুষ।সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।
এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া জানান,পরশুরাম-মন্তলা সড়কটি পুন:নির্মাণ করতে আরসিআইপি প্রকল্পে ২১ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কয়েকমাসের মধ্যে এটির অনুমোদন হবে। এরপরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সড়কটির পুন:নির্মাণ কাজ শুরু হবে।