পরশুরাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০২১ – ২০২২ ইং অর্থ বছরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উপকরণ আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক কৃষক প্রশিক্ষন দেওয়া হয়েছে। (৭ জুন) মঙ্গলবার উপজেলা কৃষি মিলনায়তনে সকাল ১১ ঘটিকায় সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতিউর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কামরুল কারী। উপস্থিত বক্তৃতারা বলেন দেশের উৎপাদন বৃদ্ধি জন্য কৃষি প্রশিক্ষনের বিকল্প নেই। শুধু উৎপাদন করলে হবে না। ডিজিটাল পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণায় অনুসরণ করে উৎপাদন করলে দেশের প্রয়োজন মতো উৎপাদন করা সম্ভব। দেশ যতোই উন্নত শিখরে আরোহন করুক।যদি খাদ্যের সরবরাহ বন্ধ থাকে তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয় ফলে খাদ্যসঙ্কটে পরে দেশ।টাকা থাকলেও খাদ্য পাওয়া যায় না।যা বর্তমানে বহিঃ বিশ্বে দেখা যায়। সর্বোমুলে খাদ্য সঠিকভাবে উৎপাদন বৃদ্ধি করতে হলে সকল কৃষক কে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ রাখতে হবে। প্রয়োজনে মোবাইলে যোগাযোগ রাখতে হবে। সঠিক তথ্য ফেলে খাদ্য উৎপাদন বহু গুণ বৃদ্ধি করা যায়। এছাড়াও উক্ত প্রশিক্ষনে সাংবাদিক ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় মান্যগন্য ব্যাক্তি বর্গ এবং স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।