ফেনীর ছাগলনাইয়া উপজেলার আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ড.মোঃ মহাতাব প্রামানিক। গত ২৯ মে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ছাগলনাইয়া উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়রা ইসলাম অধ্যক্ষ পদে তাকে নিয়োগ প্রদান করেন। ড.মহাতাব ২০০৬ সালে কলেজটিতে উপাধ্যক্ষ হিসেবে যোগদানের পর ২০১৪, ২০১৮ এবং ২০২১ সালে ৩ মেয়াদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।২০১৯ সালে তিনি চট্টগ্রামের হাজী নুরুল হক ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।উল্লেখ্য ড.মহাতাব ১৯৮৩ সালে নওগা জেলার রাণী নগর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিকে ১ম স্থান অর্জন করেন,১৯৮৫ সালে নওগা সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ১ম স্থান অর্জন করেন,১৯৮৯ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে প্রাণী বিদ্যা বিভাগে অনার্সে উচ্চতর দ্বিতীয় শ্রেণী অর্জন করেন এবং ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিদ্যা বিভাগে মাস্টার্সে ১ম শ্রেণী অর্জন করেন।পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ফারওয়াহ্ বিনতে মালিক রাষ্ট্র বিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করে রাজধানীর ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।তার একমাত্র মেয়ে ফাসীহ্ আফতাহী রাজধানীর আজিমপুর একে উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে অধয়নরত আছে।