ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও ব্যবসায়ী জুলফিকুল সিদ্দিকীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজগ্রাম ঘোপালে কবর জেয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে। সকালে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় কবর জেয়ারত করা হয়।এসময় উপস্থিত ছিলেন মরহুমের ঘনিষ্ট বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মহসীন আলী।অন্যান্যের মাঝে স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দীন মিন্টু,প্রাক্তন ইউপি সদস্য ডাঃ ইকরামুল হক নুর,বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের,মরহুম জুলফিকুল সিদ্দিকীর ভাই জুলকার নাঈন ও জুলহাস সিদ্দিকী,ছেলে আশ্রাফুল সিদ্দিকীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও এলাকাবাসী দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘোপাল ইউনিয়ন ইমাম সমিতির সাধারন সম্পাদক ও আলকদিয়া জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম।উল্লেখ্য ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জুলফিকুল সিদ্দিকী ২০২০ সালের ৩রা জুন করোনা প্রাদূর্ভাবে মৃত্যুবরণ করেন।