বগুড়া শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম নামাপাড়া ও গোপালপুর এলাকায় করোতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় তাহমিদ ও শিশির নামে দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
অদ্য (৯ জুলাই ) শনিবার সকাল ৯ টার দিকে কলেজ ছাত্র তাহমিদ (১৮) ও দুপুর দেড়টার দিকে শিশিরের (১৮) লাশ উদ্ধার করা হয় ।
জানাগেছে, তাহমিদ শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে এবং শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।শিশির মহিপুর জামতলা এলাকার লুৎফর রহমানের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
স্থানীয় সুত্রে জানাগেছে, নিহতরা পরস্পর একে অপরের বন্ধু।
তারা ঈদ খরচ বাবদ তাদের বাবার কাছে ১০হাজার টাকা চায়।
কিন্তু তাদের চাওয়া ১০ হাজার টাকা না দিয়ে কিছু টাকা দেওয়া হয়।
এতে তারা অভিমান করে ( ৭ জুলাই) বৃহস্পতিবার বগুড়ায় যায়। বগুড়া থেকে রাত ১২ টার দিকে দুই বন্ধু একসাথে এসে তাহমিদদের বাসায় থাকে।
পরদির সকাল ৭ টার দিকে তারা কাউকে কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে এসে শেরপুর আলিয়া মাদ্রাসার মধ্যে যায়।
তারপর থেকে তারা দুজন নিখোজ ছিল। নিখোজের এক পর্যায়ে (৯ জুলাই) শনিবার সকাল ৯ টার দিকে করোতোয়া নদীর ধরমোকাম এলাকা থেকে তাহমিদ ও গোপালপুর এলাকা থেকে দুপুর দেড়টার দিকে শিশিরের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের সদস্যরা তাদের লাশ সনাক্ত করেছে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।