“৮০০ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি।” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ ইং উদযাপন উপলক্ষে পরশুরাম উপজেলা খোকা মিয়া মিলনায়তনে হতে শোভাযাত্রা অতঃপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি নাসরীন আক্তার, উপজেলার ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল , মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার শাহ আলম ভুঁইয়া, পরশুরাম মডেল থানার তদন্ত ওসি পার্থ দেব নাথ, মেডিকেল অফিসার ইয়াছিন আলাউদ্দিন ডালিম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। জনসংখ্যা দিবস উপলক্ষে জনসংখ্যা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে জন্ম হার নিয়ন্ত্রণ রাখার জন্য অনুরোধ জানান। পরিবারে অধিক জনসংখ্যা মানব সম্পদে রুপান্তর করতে না পারলে দেশ ও দশের বোঝা।
পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ে কর্মরত সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য ১ পৌরসভা ও ৩ টি ইউনিয়ন কর্মরত ৭ জন কে পুরস্কার দেয়া হয়।