বগুড়ার নন্দীগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এসময় গাঁজা বহনকারী পাথর ভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।
রোববার (৩১ জুলাই) ভোরে মহাসড়ক সংলগ্ন সেলিনা ফিলিং স্টেশনের নিকট হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকমিরকামারী গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে ট্রাক চালক তুহিন আলম (২৫) ও দাশুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে ট্রাক হেলপার হাসিবুল ইসলাম (২৩)।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক প্রথম সময়কে জানান, বিশ্বস্ত সুত্রে খবর পাই যে, লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকে (যার নম্বর ঢাকা মেট্র-ট ২৫-২৯১৯) বিশেষ কায়দায় গাঁজা আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম স্যারের নির্দেশনা মোতাবেক রোববার ভোরে
উপজেলার বগুড়া নাটোর মহাসড়কে নন্দীগ্রামের সেলিনা ফিলিং স্টেশনের কাছ থেকে পাথর বোঝাই ট্রাকটি আটক করে তল্লাসী চালিয়ে ট্রাকের কেবিনের উপরে বিশেষ কায়দায় রাখা ১০ টি প্যাকেটে ৫০ কেজি গাঁজা সহ ০২ জন আসামীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।