বগুড়া শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
অদ্য (১৯ আগস্ট ) শুক্রবার কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটি, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদ এবং হিন্দু মহাজোটের আয়োজনে এই উৎসব পালিত হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডুর সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময়
আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সাবেক মেয়র স্বাধীন কুন্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকারসহ জগন্নাথ মন্দির কমিটি, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় শত শত ভক্ত বৃন্দের পদচারণায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ মূখরিত হয়ে উঠে।
অনুষ্ঠানটি নির্বিঘ্নে উদযাপন করতে পুলিশের অবস্থান ছিল প্রশংসনীয়