পরশুরামে নানা আয়োজনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আর্বিভাব তিথি জন্মদিন বা শুভ জন্মাষ্টমী আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টার সময় পরশুরাম শ্রী শ্রী মাতঙ্গী মন্দিরে মঙ্গল দীপ প্রজ্বলন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পরশুরামে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও পূজাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন মহাবতার শ্রীকৃষ্ণ। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তি প্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেন কংসের কারাগারে। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন তিনি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভক্তদের হৃদয়ের আসনে অধিষ্ঠিত। এই ধারাবাহিকতায় পরশুরাম পৌর পূজা উদযাপন পরিষদের পরিচালনায় এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম (বাদল)। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম,ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন,যুগ্ম সম্পাদক সহদেব দাস, পরশুরাম মাতঙ্গী বাড়ী সভাপতি নেপাল চন্দ্র সাহা,পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিব সাহা, সম্পাদক দীলিপ পাল ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরশুরাম পৌর সম্পাদক অধ্যাপক বাবুল চন্দ্র সাহা । বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পরশুরাম উপজেলা শাখার আয়োজনে ঢাক-ঢোল ও ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ সেজে তাদের জয়গানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে অংশ নেন পুরুষ-মহিলাও শিশুরা। তারা উলুধ্বনি এবং” শুভ শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন” স্লোগান দেন। আলোচনা সভাশেষে একটি বর্ণাঢ্য র্যালী পরশুরামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মটর শোভাযাত্রা করে। মটর শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে দুপুর ১২টায় মাতঙ্গী বাড়িতে এসে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন অনাদ রঞ্জন সাহা এবং অনন্তপুর রক্ষা কালী বাড়ির সভাপতি মাখন লাল ঘোষ