বিদ্যুৎ সাশ্রয়ে শেয়ারবাজারে বুধবার (২৪ আগস্ট) থেকে লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেন শেষ হবে দুপুর ১টা ৫০ মিনিটে। তবে এরপর পোস্ট ক্লোজিং হবে আরও ১০ মিনিট।
উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংকও চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এসময় ব্যাংকের লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
বিজ্ঞাপন