ফেনীর পরশুরামে বজ্রপাতে ৩ টি ছাগলের আকষ্মিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল মুসলধারে বৃষ্টি হয়।পরশুরাম উপজেলা পৌর এলাকায় মধ্যম বাউর পাথর গ্রামে স্থানীয় কৃষক আবদুল রহিমের ৩ টি ছাগল বজ্রপাতে একসাথে মারা যায়।
এ ব্যাপারে কৃষক আবদুর রহিম সময়ের আলোকে জানান, সকাল বেলা আবহাওয়া ভালো দেখে আমার গৃহ পালিত তিনটি পালা ছাগল ঘাস খাওয়ার জন্য দড়ি দিয়ে অনাবাদি জমিতে বেঁধে দিই। সকাল ১০ ঘটিকার দিকে মুসল ধারে বৃষ্টি হয়।বৃষ্টি বন্ধের পর ছাগল গুলো দেখতে গেলে সেখানে দেখা যায় জমিনে ৩ টি ছাগল মরে রয়েছে। শরীরে কোনো দাগ নেই। তখন বুঝা যায় সকালে বজ্রপাতের সময় মারা যায় ছাগল গুলো।
এ ব্যাপারে আব্দুর রহিমের ছোট ভাই করিম জানান অন্য কোনো লক্ষণ না থাকায় বজ্রপাতে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন

