1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে বিস্ফোরণ ও নাশকতা মামলায় প্রধান গ্রেফতার  বগুড়ার শেরপুরে একটি পুকুর নিয়ে কাড়াকাড়ি থানায় অভিযোগ  শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ 

একজন মেসির আক্ষেপ অস্ট্রেলিয়ার

দৈনিক প্রথম সময় অনলাইন
  • প্রকাশ : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
জয়ের দুই নায়ক

ম্যাজিশিয়ান!

নয়তো কী? এই ফুটবলার বলকে দিয়ে কথা বলাতে পারেন! বলও যেন তার কথা শোনে। বাঁ পায়ের জাদুতে আর্জেন্টিনাকে অনেক ম্যাচ জিতিয়েছেন মেসি। শনিবার রাতে আর একবার জেতালেন। ম্যাচের ৩৫ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাম পায়ে কোনাকুনি শট নিলেন। অস্ট্রেলিয়ার গোলকিপার রায়ান শুয়ে পড়ে চেষ্টা চালালেন। কিন্তু বল জালে (১-০)।

মেসির এই গোলেই আর্জেন্টিনা পেয়ে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথ। আর দ্বিতীয়ার্ধে অস্ট্রেলীয় গোলকিপার ম্যাথু রায়ানের ভুলে আলভারেজ ‘বোনাস গোল’ জানিয়ে দিল আর্জেন্টিনার এই দলে গোলস্কোরার আরও আছে। এই অর্ধে একটি গোল হজম করে আর্জেন্টিনা এও জানিয়ে দিলো কোয়ার্টার ফাইনালে দলের ডিফেন্স নিয়ে কাজ করার আরও অনেককিছু আছে।

ম্যাচের শেষভাগে এসে লাতোরো মার্তিনেজ সহজ গোল মিস করে এও জানিয়ে দিলেন এই আর্জেন্টিনায় গোল মিসের লোকও আছে!

২-০ গোলের লিড নিয়ে সহজ জয়ের পথেই ছিলো আর্জেন্টিনা। কিন্তু ৭৭ মিনিটের সময় গুডউইন প্রায় ২৫ গজ দূর থেকে প্রচন্ড গতির শট নেন। নিশ্চিতভাবে বল পোস্টের অনেক বাইরে দিয়ে যাচ্ছিল। কিন্তু এনজো হার্নান্দেজের শরীরে লেগে বলের দিক বদলে যায় দ্রুত। সেটা এতই দ্রুত যে পোস্টে দাঁড়ানো আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজ নড়ে ওঠার সুযোগও পেলেন না। আত্মঘাতী গোলে বল জালে (২-১)।

খেলার ধরনের বাইরে পাওয়া এই গোলের অস্ট্রেলিয়া আক্রমণের তেজ বাড়ায়। কিন্তু আর্জেন্টিনা ছিলো আরো বেশি তেজি। ম্যাচের শেষ মিনিটে অস্ট্রেলিয়ার বদলি খেলোয়াড় কুয়েলের শটে গোলরক্ষক মার্তিনেজ যে গোল বাঁচালেন সেজন্য পুরো আর্জেন্টিনা তাকে ধন্যবাদ জানাচ্ছে।

২-১ গোলের জয়ী এই আর্জেন্টিনা শেষ আটে লড়বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, ৯ ডিসেম্বর।

কি করেননি মেসি এই ম্যাচে? বল পায়ে যা করার তার সবকিছুই করে দেখালেন ম্যাজিশিয়ান! সেন্টার স্পট থেকে বল পায়ে যে দৌঁড় দিলেন, তাতে আশপাশ জুড়ে থাকা অস্ট্রেলীয় মার্কার খসে পড়লো। কেউ তাকে আটকাতেই পারছে না। বল পায়ে এই একটানেই মেসি মনে করে দিলেন ’৮৬র ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রান উইথ দ্য বলের ম্যারাডোনাকে!

বিশ্বকাপে মেসির গোল নিয়ে একটা সমালোচনা ছিলো, তার আগের সব গোলই কেবল গ্রুপ পর্যায়ের ম্যাচে। নকআউট ম্যাচে মেসির কোন গোল নেই। মেসি নকআউটে দলকে জেতাতে পারেন না। সেই জবাবও দিয়ে দিলেন ম্যাজিশিয়ান এই ম্যাচে। বিশ্বকাপে সবমিলিয়ে তার গোলসংখ্যা এখন ৯। আরেকটি গোল করলে স্বদেশি গ্যাব্রিয়েল বাতিস্তুতার বিশ্বকাপের ১০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি।

৩৫ মিনিটের মেসির গোলের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া যা খেলছিলো তাকে বলে ডিফেন্সের মোড়কে আচ্ছাদিত ফুটবল। গোল করবো না এবং গোল খাবোও না-এই দর্শন নিয়েই নকআউটে নেমেছিলো যেন অস্ট্রেলিয়া। খেলা যত দেরি পর্যন্ত নেওয়া যায়-সেই পরিকল্পনাই ছিলো তাদের। অবাক করার তথ্য হলো মেসির সেই গোলের আগ পর্যন্ত আর্জেন্টিনাও গোলের ক্লিয়ার কাট কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বাম পায়ের যে শটে মেসি গোল করলেন সেটা ছিলো ম্যাচে তার প্রথম শট। অস্ট্রেলিয়ার গোলপোস্টে নিশানা। প্রথম সেই শটই অব্যর্থ.. গো..ও..ল!

এটি ছিলো মেসির ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ। আর আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে শততম ম্যাচ। মাইলস্টোনের ম্যাচে দারুণ গোলে দলকে তুলে আনলেন বিশ্বকাপের শেষ আটে। বিশ্বকাপ ট্রফি থেকে মেসির আর্জেন্টিনার এখন মাত্র তিন ম্যাচ দূরে। হাত বাড়িয়ে ট্রফিটা ডাকছে মেসিকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD