“এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ ” এই শ্লোগানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর ছাগলনাইয়া উপজেলা শাখার আয়োজনে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋণ বিতরণ করা হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিআরডিবি কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব ঋণের চেক বিতরণ করা হয়। ইউসিসি লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজবাউল হায়দার চৌধুরী সোহেল। ইউসিসি লিঃ এর ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি জেলা কার্যালয়ের উপ-পরিচালক দুলালি ধর,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহিদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন অর-রশীদ,এআরডিও উত্তম কুমার চক্রবর্তী ও পরিচালক আশিক একরাম রাব্বি।এসময় পল্লী উন্নয়ন কর্মকর্তা-কর্মচারী,পল্লী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।শেষে গাভী পালনের জন্য ১১ জন,পোল্ট্রি শিল্পের জন্য ৭ জন,তৈরী পোশাক শিল্পের জন্য ২জন,মনোহারী ১ জন,ক্ষুদ্র ব্যবসায় ৪জন ও পল্লী উদ্যোক্তা ১ জনসহ মোট ২৬ জন উদ্যোক্তার মাঝে ৪% হারে সার্ভিস চার্জ নিয়ে ৩৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
বিজ্ঞাপন