বগুড়ার শেরপুর পৌরসভার ৪নং ওয়র্ডের উত্তর সাহাপাড়া নিবাসী {অবঃ} সৈনিক মোঃ আনোয়ার হোসেন দুলাল এর পিতা এমতাজ উদ্দিন {খলিফা} বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি,,,,,,,,রাজিউন)। গত ৩১ জুলাই শুক্রবার বিকাল পাঁচ ঘটিকায় পৌর শহরের তার নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। এসময় তিনি চারপুত্র চারকন্যা এবং নাতি নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা কালে মসজিদের ঈমামসহ অসংখ্য মুসল্লি দের মুখে জানা যায় মৃত্যুর পূর্ব মূহুর্তকাল পর্যন্ত তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন।চলার পথে কাহারো সংগে দুটো কটুকথা হয় নাই।এমনকি মরহুমার জীবদ্দোসায় নিজের সন্তানদের প্রতিও কোনদিন ধমক দিয়ে কথা বলেন নাই। সবার মুখে একই কথা তিনি একজন সাদা মনের অধিকারী ছিলেন। জানাজায় দাঁড়িয়ে সবাই তার রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।