1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ফেনী ছাগলনাইয়া শত বৎসরের ঐতিহ্যবাহী দক্ষিণ বল্লভপুর জামে মসজিদ দ্বিতীয়বার সম্প্রসারণের কাজের উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

 মুসলিমদের প্রার্থনার পবিত্র স্থান মসজিদ। যেখানে মুসলিম পুরুষরা আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতে রত থাকেন। কিন্তু মুসলমানদের মসজিদ নির্মাণের ধারা শুরু হয় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ইসলাম প্রচারের সময় থেকে। আরবের পবিত্র মদিনার দক্ষিণদিকে অবস্থিত কুবা বা মসজিদে কিবলাতাইন হলো পৃথিবীর প্রথম মসজিদ। বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ তৈরি হয়। এর ধারাবাহিকতা ফেনী ছাগলনাইয়া উপজেলার শত বৎসরের ঐতিহ্যবাহী দক্ষিণ বল্লভপুর জামে মসজিদ দ্বিতীয়বার সম্প্রসারণের কাজের উদ্বোধন হয়েছে। আজ (৩০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা প্রধান অতিথি হিসেবে মসজিদটির সম্প্রসারণ কাজ শুভ উদ্বোধন করেন মসজিদের মোতয়াল্লী নর্থসাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব এম.এ. কাশেম। উদ্বোধনী অনুষ্ঠানে ৬ শতাধিক মুসল্লী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে মসজিদের মোতয়াল্লী নর্থসাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব এম.এ. কাশেম মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আসুন আমরা সবাই মিলে এই ঐতিহাসিক মসজিদের সম্প্রসারণ, পরিচালনায় ও সংরক্ষণে অংশগ্রহণ করি। এলাকাবাসী জানান, শত বৎসর পূর্বে ১৯০৮ সালে মরহুম মুনসি খান বাহাদুর রহিম বক্স এর স্ত্রী প্রখ্যাত দানবীর বিবি মেহেরুন্নেছা মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রয়োজনের তাগিদে ১৯৮১ সালে মরহুম মৌলভী ছালেহ এর উদ্যোগে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ও এম.এ কাশেম এর সক্রিয় সহযোগিতায় মসজিদটি সম্প্রসারণ করা হয়। মোতয়াল্লী নিয়োগের নিয়মানুসারে বিবি মেহেরুন্নেছার দুই মেয়ে বিবি রহিমুন্নেছা ও বিবি ফয়জুন্নেছা উভয়েই একত্রে মোতয়াল্লী ছিলেন। বিবি রহিমুন্নেছার অবর্তমানে উনার সুযোগ্য পুত্র মরহুম স্যার এ.এফ রহমান ও বিবি ফয়জুন্নেছা মোতয়াল্লী ছিলেন। উল্লেখ্য যে, মরহুম স্যার এ.এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী ভাইস-চ্যান্সেলর এবং বিবি ফয়জুন্নেছা জলপাইগুড়ির নবাব মোশারফ হোসেনের স্ত্রী ছিলেন। মসজিদটি পরিচালনার জন্য বিবি মেহেরুন্নেছা ৩০৪ বিঘা জমি (বাংলা বাজারস্থ) ওয়াকফ দলিলের মাধ্যমে দান করেন। কিন্তু কালের পরিক্রমায় উক্ত জমি অন্যের দখলে চলে যায়। যাহা অদ্যাবধি উদ্ধার করা সম্ভব হয়নি। মসজিদের বর্তমান মোতয়াল্লী এম.এ কাশেম এর ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত জমি উদ্ধারের নিমিত্তে আদালতের শরনাপন্ন হলে অধিকাংশ রায় মসজিদের পক্ষে পাওয়া যায়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। বেগম ফয়জুন্নেছা সিলেট সুরমা চা বাগান থেকে এক সময় মসজিদের মাসিক সাহায্য বা ইমাম ও মুয়াজ্জিনের বেতন আসতো। প্রায় ৪০বছর যাবত সেই সহযোগিতা আসা বন্ধ রয়েছে। মসজিদটি বর্তমানে এম.এ কাশেম এর একক প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। মসজিদের নিজস্ব কোন তহবিল না থাকায় এবং বর্তমান মোতয়াল্লীর অনপস্থিতিতে ভবিষ্যত মসজিদ পরিচালনায় যাতে আর্থিক সংকটে পড়তে না হয় সে জন্য বর্তমান মোতয়াল্লী এম.এ কাশেম ছাগলনাইয়া পৌর শহরের একটি মার্কেটে দুইটি দোকান খরিদ করে মসজিদের নামে দান করেছেন। উক্ত দোকানের ভাড়া হতে মসজিদের মাসিক খরছ যাতে মেটানো যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD