নোয়াখালীর সাংবাদিক মুজাক্কের হত্যার প্রতিবাদে ফেনী প্রেসক্লাব’র মানববন্ধন / দৈনিক প্রথম সময়
কাউসার হামিদ শিকদার পিনু
প্রকাশ :
সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
নোয়াখালীর কোম্পানিগঞ্জের কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কেরকে গুলি করে হত্যার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
সোমবার ২২ ফেব্রুয়ারী বিকেলে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে মোজাক্কের হত্যা মামলা গ্রহন করে আগামী ১ সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। ক্লাব সাধারণ সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, মানবাধিকার নেতা ফেনী জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, কবি ও সাহিত্যিক মুহাম্মদ ইকবাল চৌধুরী, প্রেসক্লাব’র সহ-সভাপতি শেহাব উদ্দিন লিটন, সৈয়দ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন, দপ্তর সম্পাদক এম শরীফ ভূঁইয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক শফি উল্লাহ রিপন, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, ধর্ম সম্পাদক আহসান উল্লাহ, মহিলা সম্পাদক সাহিদা সাম্য লিনা, স্বাস্থ্য ও সমাজকল্যান সম্পাদক তোফায়েল ইসলাম মিলন, কার্যকরী সদস্য এম এ কাফি দিদার, হাসান মাহমুদ, ডাঃ নজির আহাম্মদ, জসিম উদ্দিন ফরায়েজী, সদস্য এম এ মাজেদ, নাসির উদ্দীন, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহাম্মদ নাছির, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি গাজী হানিফ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইকবাল হোসেন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তির একাত্তর নিউজের নির্বাহী সম্পাদক নুসরাত চৌধুরী প্রমূখ।