“বাংলাদেশের এক অনন্য অর্জন,
উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ২৭ মার্চ ফুলগাজী উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা পরিষদ চত্বরে, দুই দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী:
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনজুরা আজিজ, থানার অফিসার ইনচার্জ কুতুবউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিকমল মজুমদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, জাসদ ফেনী জেলা সমিতির সভাপতি মাষ্টার নুরুল ইসলাম প্রমূখ।
উক্ত আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রত্যেকটা মেলার স্টল ঘুরে ঘুরে তাদের উন্নয়নমূলক কর্মকান্ড উপকরণ পরিদর্শন শেষে মেলার উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।