বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা ১৬ সংসদীয় আসনের অন্তর্গত ৫নং ওয়ার্ডের ই ব্লক মসজিদ মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শফিকুল ইসলাম মিল্টন এই কম্বল বিতরণ করেন।
প্রসঙ্গত, পল্লবী ও রূপনগর থানার ৬টি ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পল্লবী ও রূপনগর থানার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।